আপনার সাইট এর 404 error URL কে রিডাইরেক্ট করুন হোমপেজে

0 comments
আশা করি সবাই ভাল আছেন ।
আজ আপনাদের দেখাব কিভাবে আপনার ওয়েব সাইট এর ৪০৪ ইরর url  গুলো কে আপনার সাইট এর হোমপেজ এ রিডাইরেক্ট করতে হয়।



কেন করবেন?
১. অনেক সময় অনেকেই আপনার সাইট এর কোন পোস্ট ডেড লিঙ্ক ভুল করে ইন্টার করে সিও এর কারনে । তখন তারা ৪০৪ পেজ এ চলে যায় । এতে করে আপনার সাইট এর ইম্প্রেশন নষ্ট হতে পারে।
২. যারা ফ্রী হোসটিং ব্যাবহার করেন তাদের ৪০৪ পেজ কে সরাসরি ঐ হোসটিং পেজ এ নিয়ে চলে যায়। বুঝতেই পারছেন নিশ্চয় আপনি টা চান না ।

--------

এবার কাজের কথাই আসিঃ

১। আপনি যেই হোসটিং ই ব্যাবহার করুন আপনার সিপ্যানেল থাকলে আপানার সিপ্যানেল এ লগিন করুন ।
২/ public_html অথবা htdocs ফোল্ডার এ যান ।
৩/ দেখুন  .htaccess নামে কোন ফাইল আছে? নিচের ছবি দেখুন ।



৪/ থাকলে তা ডাউনলোড করুন
৫/তারপর নোটপ্যাড দিয়ে তা ওপেন করুন । (আমি নোটপ্যাড++ ব্যাবহার করি আপানারা উইন্ডোজ এর নোটপ্যাড ও ব্যাবহার করতে পারেন এজন্য ওপেন এ ক্লিক করলেই আপনাকে সিলেক্ট প্রোগ্রাম দেখাবে। আপনি প্রোগ্রাম লিস্ট থেকে নোটপ্যাড সিলেক্ট করুন , ওকে দিন )
৬/ এরপর নিচের ছবির মত করে .htaccess ফাইল টি এডিট করুন  । লিখুন ErrorDocument 404 /index.html
(বিদ্রঃ আপনার হোমপেজ index.html হলেই উপরের টা লিখুন আর index.php হলে .html এর জাইগায় .php অর্থাৎ index.php লিখুন )
৭/ এডিট হয়ে গেলে সরাসরি সেভ বাটন এ ক্লিক করে সেভ করুন ।
৮/ এরপর htaccess ফাইল টিকে  public_html অথবা htdocs ফোল্ডার এ আপলোড করুন ।
৯/ আগের .htaccess ফাইল টি যেকোনো নামে রিনেম করুন ও ব্যাকআপ রাখুন ডাউনলোড করে ।
১০/ খেয়াল করুন আপনি যেই htaccess ফাইলটি আপলোড দিয়েছেন তা .htaccess নয় । তাই সিপ্যানেল এই নতুন htaccess ফাইল কে রিনেম করে .htaccess করুন ।

কাজ শেষ ।

এখন আপানার সাইট এর url এর পর / দিয়ে যেকোনো ভুল কিছু কীওয়ার্ড টাইপ করে দেখুন । আর ৪০৪ ইরর পেজ আসবে না । সরাসরি তা আপনার হোমপেজ এ চলে যাবে ।


নতুন কিছু শিখলে অবশ্যই মন্তব্য করবেন আশাকরি ।

0 comments:

Post a Comment

কপিরাইট ২০১৩ S.M. Nijhum 's Personal Blog.আমার সম্পর্কে জানতে . এখানে ক্লিক করুন